নাকা চেকিং এর সময় ছোট যাত্রীবাহী চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল কোক ওভেন থানার কর্তব্যরত কনস্টেবলের

author-image
Harmeet
New Update
নাকা চেকিং এর সময় ছোট যাত্রীবাহী চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল কোক ওভেন থানার কর্তব্যরত কনস্টেবলের





হরি ঘোষ: নাকা চেকিং এর সময় ছোট যাত্রীবাহী চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল কোক ওভেন থানার কর্তব্যরত কনস্টেবলের। মৃত কনস্টেবলের নাম রাজীব বড়ু (৩৮)। বাঁকুড়ার হরিরামপুরের বাসিন্দা তিনি। গুরুতর আহত অবস্থায় আরও দুই সিভিক ভলেন্টিয়ারকে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে কোক ওভেন থানার পচা ক্যানেল সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলছিল। তখনই কর্তব্যরত অবস্থায় ছিলেন রাজীব বড়ু নামের ওই পুলিশ কর্মী ও  দুই সিভিক ভলেন্টিয়ার। প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি চার চাকা যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশকর্মী এবং দুই সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল রাজিব বড়ুকে এবং  দুই সিভিক ভলেন্টিয়ারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কনস্টেবল রাজীব বড়ুকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে দুই সিভিক ভলেন্টিয়ার সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে কোক ওভেন থানার পুলিশ।