সাইকেলে খারদুঙলা জয় পুরুলিয়ার ছেলের

author-image
Harmeet
New Update
সাইকেলে খারদুঙলা  জয় পুরুলিয়ার ছেলের

উৎপল মাহাত, পুরুলিয়াঃ- পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম বুরদার ছেলে বাল্য বিবাহ রোধের বার্তা নিয়ে সারা ভারতবর্ষ ৪০১ দিনে ভ্রমণ করে এক অক্ষয় কৃতি প্রতিষ্ঠা করে। তার স্বপ্ন ছিল সাইকেল এ করে বিশ্বভ্রমন করার কিন্তু করোনা মহামারীতে বেরোতে পারেনি, এবার সে একমাস পূর্বে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে বিশ্বভ্রমনে। এখন সে পৌঁছে গিয়েছে লাদাখে। সেখানে পৃথিবীর সবথেকে উচ্চতম মোটরগাড়ি চলার রাস্তা খারদুঙলা ( ৫৩৫৯মিটার) জয় করেছে সাইকেলে এরপর সে যাবে কাশ্মীর হয়ে দিল্লি দিয়ে আফ্রিকার উদ্দেশ্যে। অক্ষয় জানায়, মানালির পর রাস্তা কঠিন ছিল, সারচু নামের এক জায়গায় প্রায় ৫ কিমি রাস্তা তিন ফুট ধুলো ছিল কিছু দেখা যাচ্ছিল না তারপর একটা কঠিন পাস পেরোতে গিয়ে অক্সিজেন এর অভাব দেখা দেয় শরীর অসুস্থ হয়, তখন একটা গাড়িতে লিফট নিয়ে সেই পাস পেরিয়ে নীচে নেমে একটা হোটেলে বিশ্রাম করি। সেই লাদাখি ড্রাইভার খুব সহযোগিতা করে । তারপর বিশ্বের দ্বিতীয় উঁচু পাস ট্যাংলাঙলা পেরিয়ে লেহতে পৌঁছায় , খারদুঙলা চড়তে গিয়েও প্রচন্ড অক্সিজেন এর সমস্যা দেখা দেয় যখন উপরে পৌঁছায় তখন সেখানে স্নোফল হচ্ছিল আর ঠান্ডায় প্রচন্ড অবস্থা খারাপ , অক্ষয় তার এই যাত্রা সমর্পিত করেছে করোনা যোদ্ধাদের ও হিরো সোনু সুদকে । অক্ষয় এর সাইকেলে বিশ্বভ্রমন এর জন্য রইল এএনএম নিউজের শুভেচ্ছা।