মাত্র ৫ হাজার টাকায় ঘুরে আসুন দার্জিলিংয়ের কোল থেকে

author-image
Harmeet
New Update
মাত্র ৫ হাজার টাকায় ঘুরে আসুন দার্জিলিংয়ের কোল থেকে

​নিজস্ব সংবাদদাতাঃ হাতে বেশি টাকা নেই? তাও ঘুরতে যেতে মন চাইছে? চিন্তা নেই। মাত্র পাঁচ হাজার টাকায় ঘুরে আসুন দার্জিলিংয়ের মনোরম প্রকৃতির কোল থেকে। কলকাতা থেকে শিলিগুড়ি যাতায়াত মিলিয়ে খরচ ৫০০ টাকা। শিলিগুরি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে শিলিগুড়ি ওঠা নামার জন্যে খরচ ৭০০ টাকা। পকেট ফ্রেন্ডলি হোমস্টে বেছে নিন থাকার জন্যে। দিনপ্রতি মাথাপিছু ৫০০ থেকে ৬০০ টাকা। আর বাকি টাকা মনমত খাবার ও কেনাকাটায় খরচ করুণ।