সামনেই বিয়ে? তাহলে এই টিপস রইল শুধুমাত্র আপনার জন্য

author-image
Harmeet
New Update
সামনেই বিয়ে? তাহলে এই টিপস রইল শুধুমাত্র আপনার জন্য

​নিজস্ব সংবাদদাতাঃ বাসর রাতে বৌ-এর সাথে শারীরিক সম্পর্কে যাওয়ার আগে তার সাথে এ বিষয়ে কীভাবে কথা বলবো? আজকালকার আধুনিক প্রজন্মের কাছে শুনতে যতই হাস্যকর মনে হোক না কেন, বিয়ের প্রথম রাত বা ফুলশয্যার রাতটি যে কোন দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত বলে মনে করা যেতে পারে - মানবিক ভাবে ও বৈজ্ঞানিক ভাবে। আর এই সুন্দর রাতটিতেই নিজেদের বন্ধনকে মজবুত করে নিতে হয় চিরকালের জন্য।