স্কুলের দুর্দিনে এগিয়ে এলেন স্থানীয়রা

author-image
Harmeet
New Update
স্কুলের দুর্দিনে এগিয়ে এলেন স্থানীয়রা

হরি ঘোষ, দুর্গাপুর : ঝা চকচকে ক্লাসরুম, মিডডে মিল, পর্যাপ্ত পড়ুয়া থাকলেও স্কুলে নেই স্থায়ী শিক্ষক। আছে শুধু চারজন অতিথি শিক্ষক। তাদেরও অবসরের সময় চলে এসেছে। নতুন বছর আসার আগেই চাই চিন্তায় পড়ুয়া থেকে অভিভাবকরা। সরকারি বালিকা বিদ্যালয়ের দুর্দিনে আজ ভরসা এলাকার যুবতীরা। ২০১৭ সালে রাজ্য সরকারের অনুপ্রেরণায় শুরু হয় মলানদিঘী জুনিয়র বালিকা বিদ্যালয়ের পঠনপাঠন। বর্তমানে এই সরকারি স্কুলে ১৩৬জন পড়ুয়া রয়েছে। 

​শিক্ষক বলতে ৪ জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক। নতুন বছরে তাদেরও অবসরের সময় চলে এসেছে। পড়ুয়াদের ভবিষ্যত নিয়েও চিন্তিত এলাকাবাসীরা। এমতাবস্থায় অতিথি শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে তিন যুবতী ও এক যুবক। তাদের অল্প পারিশ্রমিকের ব্যবস্থা করে এলাকাবাসীরা চাঁদা তুলে। ৪জন অতিথি শিক্ষকও সামান্য বেতন পান। তারা জানাচ্ছেন, শিক্ষাকে ভালোবাসেন। তাই তারা এগিয়ে এসেছেন। স্কুল শিক্ষা দফরের আধিকারিক সাইরুল মিদ‍্যা জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। দ্রুত সম্যসার সমাধান হবে বলেও আশ্বাস দেন।