বিপাকে ঐশ্বর্যা

author-image
Harmeet
New Update
বিপাকে ঐশ্বর্যা

নিজ্স্ব সংবাদদাতা: ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যা ১১ তে পা দিল। মেয়েকে আগলে আগলে রাখেন ঐশ্বর্যা। যার ফলে নানা সময় সংবাদমাধ্যমের ক্ষোভ সামলাতে হয়েছে তাঁকে। এ বার মেয়ে আরাধ্যার জন্মদিনেও শুভেচ্ছা ছবি দিয়ে ট্রোলড হতে হল ঐশ্বর্যাকে। আরাধ্যার ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো স্নেহের পরশ মাখা একটি ছবি দেন অভিনেত্রী। তাতেই প্রায় ‘গেল গেল’ রব ওঠে নেটাগরিকদের একাংশের মধ্যে। অভিনেত্রীর এই ছবি দেখে কেউ বলছেন, এটা ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে। কারও মতে, ‘‘জানি তোমার হৃদয়ে মেয়ের প্রতি অসম্ভব স্নেহ রয়েছে, তা-ও বলব এটা বড্ড বাড়াবাড়ি’’।