​নিজস্ব সংবাদদাতাঃ মুসৌরির কাছে ছোট্ট এক শহর ল্যান্ডুর। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক মোক্ষম জায়গা। ছোট্ট এই শহরে না আছে গাড়ির হর্নের বিকট আওয়াজ, না আছে জনমানসের কলকাকলি, কোনও ঝামেলা নেই এই শহরে। চারদেওয়ালের বন্দি জীবনের শেষে এইরকম এক নির্ঝঞ্ঝাট ভ্রমণ কার না ভাল লাগবে?