ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন না শরদ পাওয়ার: জয়রাম রমেশ

author-image
Harmeet
New Update
ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন না শরদ পাওয়ার: জয়রাম রমেশ

নিজস্ব সংবাদদাতা : স্বাস্থ্য সমস্যার কারণে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন না জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) সভাপতি শরদ পাওয়ার। বৃহস্পতিবার এমনটাই জানালেন কংগ্রেসের প্রবীন নেতা জয়রাম রমেশ৷ তিনি বলেন, শরদ পাওয়ার আগে পদযাত্রায় অংশ নিতে রাজি হয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে সিদ্ধান্ত বদলাতে হয়েছে। শরদ পাওয়ারের মেয়ে এবং এনসিপি লোকসভা সদস্য সুপ্রিয়া সুলে, রাজ্য দলের সভাপতি জয়ন্ত পাটিল এবং এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদ বৃহস্পতিবার মহারাষ্ট্রের নান্দেদ জেলায় পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে দেগলুর নাকা থেকে পদযাত্রায় যোগ দিতে এবং সন্ধ্যায় পরবর্তী জনসভায় যোগ দিতে।


 এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সমাবেশে যোগ দেবেন। জয়রাম রমেশ বলেন, রাহুল গান্ধী শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছিলেন যখন তিনি হাসপাতালে ছিলেন। কংগ্রেস নেতা বলেন, বিশ্রামের জন্য চিকিৎসকের পরামর্শে পদযাত্রায় যোগ দিতে পারছেন না এনসিপি নেতা।