একাধিক দাবি নিয়ে বিক্ষোভ বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের শ্রমিকদের

author-image
Harmeet
New Update
একাধিক দাবি নিয়ে বিক্ষোভ বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের শ্রমিকদের

হরি ঘোষ, দুর্গাপুর : মঙ্গলবার অনেকগুলি দাবিকে সামনে রেখে দুর্গাপুর শিল্পাঞ্চলের জিই কারখানার সামনে বিক্ষোভ দেখালেন বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের শ্রমিকরা। শ্রমিক সংগঠনের দাবি এর আগেও তারা একগুচ্ছ দাবিকে সামনে রেখে আন্দোলন করেছিলেন এবং কর্তৃপক্ষের কাছে তারা বেশকিছু দাবি পেশ করেছিলেন যার মধ্যে রয়েছে যে তাদের বেতন বৃদ্ধি, দুর্গাপুরের টাউনশিপ এ কারখানার শ্রমিকদের যে কোয়াটার আছে সেই কোয়ার্টার থেকে কর্মীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করতে হবে। এহেন একাধিক দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকে কারখানার গেটের সামনে ফের আন্দোলনে নামেন বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের শ্রমিকরা।