New Update
/anm-bengali/media/post_banners/kOautH7lxE2YgMGMWpRv.jpg)
হরি ধোষ, দুর্গাপুর : দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কের জলাশয়ে ছট পুজোতে ভিড়। সূর্য দেবতার এবং ছট মাইয়ার পুজো করতে দেখা যাচ্ছে। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের অবাঙালি মানুষদের এই পার্কে জলাশয়ে ছট পূজা করতে দেখা যাচ্ছে। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের উপস্থিতি রয়েছে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একদিকে যেমন নজরদারি রয়েছে অন্যদিকে দুর্গাপুর মহকুমা প্রশাসনেরও কড়া নজরদারি রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us