সরকারি পরিষেবা থেকে বঞ্চিতদের জন্য শিবিরের আয়োজন

author-image
Harmeet
New Update
সরকারি পরিষেবা থেকে বঞ্চিতদের জন্য শিবিরের আয়োজন

হরি ঘোষ, দুর্গাপুর : সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকা উপভোক্তাদের সরাসরি সমস্যা দূর করতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন থেকে শুক্রবার একটি শিবিরের আয়োজন করা হয় দুর্গাপুরে। দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এদিন শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন জেলাশাসক অরুণ প্রসাদ ও দুর্গাপুর মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ একাধিক দফতরের সরকারি আধিকারিক ও কর্মীরা। শিবিরে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকা বহু সাধারণ মানুষ উপস্থিত হন। তাঁদের সমস্যা সরাসরি জেলাশাসক ও মহকুমাশাসক শোনেন। এবং তৎক্ষনাৎ ওই শিবিরে সমস্যার সমাধান করেন। বঞ্চিত থাকা সরকারি প্রকল্পের আওতাধীনে ওই সাধারণ মানুষেরা উপভোক্তা হয়ে ওঠেন।

স্বাভাবিক ভাবেই এদিনের শিবিরে বহু সাধারণ মানুষ উপকৃত হন। পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন মহকুমাশাসক।মহকুমাশাসক অরুণ প্রসাদ জানান, 'দুয়ারে সরকার' পরিষেবার জন্য যে দরখাস্ত করবে সেটা কিভাবে ছাড়বে, সেটা কিভাবে হয় এবং তার প্রস্তুতি ও সচেতন করা। এবং দুর্গাপুর মহকুমার জনগণের যে চাহিদা রয়েছে সেগুলি শোনার জন্য জেলাস্তরে আধিকারিকরা ছিলাম।'