অনাদায়ী ঋণের জেরে সিল হল ব্যবসায়ীর বাড়ি

author-image
Harmeet
New Update
অনাদায়ী ঋণের জেরে সিল হল ব্যবসায়ীর বাড়ি

হরি ঘোষ, দুর্গাপুর : ব্যাঙ্কের অনাদায়ী ঋণ শোধ করতে না পারায় শুক্রবার দুর্গাপুরের বিধাননগরের মহালক্ষী পার্কের এক ব্যাক্তির বাড়ি সিল করে দিল রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কের আসানসোল শাখা। এদিন ব্যাঙ্কের আধিকারিকরা পুলিশকে সাথে নিয়ে ফরেন লিকারের এক দোকানের মালিকের বাড়িতে আসেন, এরপর শুরু হয় প্রশাসনিক কাজকর্ম। প্রায় ৮ কোটি টাকা অনাদায়ী ঋণ ছিল অমরনাথ সাহা নামে ওই ব্যাক্তির, বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও ওই ব্যাক্তি ঋণ শোধ করছিলেন না বলে অভিযোগ। এরপর শুক্রবার বিশাল পুলিশ বাহিনীকে সাথে নিয়ে ব্যাঙ্কের দুর্গাপুর ও আসানসোল শাখার পদস্থ কর্তারা বিধাননগরের ফুলঝোড় মোড় সংলগ্ন মহালক্ষী পার্কের বাড়িতে আসেন, সিল করে দেওয়া হয় বাড়ি।ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, ব্যাঙ্কের কাছে আর কোনো অপসন ছিল না বাধ্য হয়ে জেলা প্রশাসনের কাছে লিখিত চিঠি পেয়ে এই কাজ করছেন।যদিও অভিযুক্ত অমরনাথ সাহা ব্যাঙ্কের আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।