শোভাযাত্রা ও রক্তদানের মাধ্যমে পালিত হল পবিত্র নবী দিবস

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শোভাযাত্রা ও রক্তদানের মাধ্যমে পালিত হল পবিত্র নবী দিবস
নিজস্ব প্রতিনিধি, অন্ডাল ও জামুড়িয়া: রবিবার শোভাযাত্রা ও রক্তদানের মাধ্যমে উখরায় পালিত হল মুসলিম সম্প্রদায়ের পবিত্র নবী দিবস। মারকাজী মিলাদ কমিটির উদ্যোগে এদিন সকালে উখড়া গ্রামের পুরাতন জামা মসজিদ থেকে শোভাযাত্রার সূচনা হয়। এতে অংশ নেন মুসলিম সম্প্রদায়ের কয়েকশো মানুষ। 




শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকের হাতেই দেখা যায় জাতীয় পতাকা। শেষ হয় শংকরপুর মোড় সংলগ্ন ট্রেকার স্ট্যান্ডে। সেখানে হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলম শেখ, সম্পাদক শেখ জাকির, উপদেষ্টা মৌলানা মেহবুব আলম-সহ অন্যান্যরা। সেখানে আয়োজিত হয় রক্তদান শিবির। 


শিবিরে প্রায় ১০০ জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে, জানান আলম শেখ। তিনি বলেন, আজ হজরত মোহাম্মদের ১৪৬০-তম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে নবী দিবস পালন করা হয়। অপরদিকে জামুড়িয়া বাজারে জাতীয় পতাকা হাতে নিয়ে নবী দিবস উপলক্ষে শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।