বাড়ছে জলস্তর, জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে

author-image
Harmeet
New Update
বাড়ছে জলস্তর, জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে

হরি ঘোষ, দুর্গাপুরঃ টানা তিন দিনের বৃষ্টিতে দামোদরের জলাধারের জলস্তর বেড়ে যাওয়ায় দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান বেড়েছে । জল ছাড়ার পরিমান এখন ৪৭,৬০০ কিউসেক। দক্ষিণ বঙ্গ সহ ঝাড়খণ্ডে ও বৃষ্টি হচ্ছে, তার ফলে পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়ার পরিমান বেড়েছে । পাঞ্চেত ড্যাম থেকে ২২,০০০ কিউসেক এবং মাইথন থেকে ১২,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে ।তবে এই জল ছাড়ার পরিমান আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ ঝাড়খণ্ডে আরও কয়েক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমান বাড়বে। এমনিতেই তিন দিনের বৃষ্টিতে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে। দামোদরের জল ছাড়ার পরিমান বাড়লে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশষ্কা করা হচ্ছে।