আবর্জনার দুর্গন্ধে টেকা দায়, বিক্ষোভে স্থানীয়রা

author-image
Harmeet
New Update
আবর্জনার দুর্গন্ধে টেকা দায়, বিক্ষোভে স্থানীয়রা

হরি ঘোষ, দুর্গাপুর : ভাগাড়ের আর এক নাম দুর্গাপুরের আশুতোষ মুখার্জি রোড। প্রচন্ড দুর্গন্ধ। যাতায়াতের সময় অসুস্থ হয়ে পড়ে বহু মানুষ। স্থানীয় এলাকাবাসীরও নাজেহাল পরিস্থিতি। প্রতিবাদে দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখার্জি রোড অবরোধ করে বিক্ষোভে নামল স্থানীয়রা। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ এবং দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দু'ঘণ্টা ধরে অবরোধে সামিল হল স্থানীয়রা। দুর্গাপুরের বেনাচিতি থেকে সিটি সেন্টার যেতে হলে আশুতোষ মুখার্জি রোড হয়ে যেতে হয়। আশুতোষ মুখার্জি রোডের দুই পাশে মরা গরু, ছাগল, কুকুর ও শহরের বিভিন্ন প্রান্তের আবর্জনা ফেলার অন্যতম জায়গায় পরিণত হয়েছে। যার ফলে তিক্ত দুর্গন্ধে নাজেহাল অবস্থা তৈরি হয়, যাতায়াতকারী মানুষজনদের। টেকা দায় স্থানীয় হোস্টেল এভিনিউ বস্তিবাসীর। অন্যদিকে, অতি গুরুত্বপূর্ণ এই রাস্তায় নেই স্ট্রিট লাইট। যার জেরে হামেশাই ঘটছে দুর্ঘটনা।





 এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এই গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশ সাফাই করতে হবে এবং ভবিষ্যতে নোংরা আবর্জনা ফেলা চলবে না সেই ব্যবস্থাও করতে হবে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তবে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাটার হুঁশিয়ারি দেয় স্থানীয়রা।