New Update
/anm-bengali/media/post_banners/lwrFhpL97DaTXSwPdn4d.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ 'বিষাদের কার্নিভাল'- কাজের দাবিতে আন্দোলন। দুর্গাপুরের সিটি সেন্টারের ডেপুটি লেবার কমিশনারের কাছে স্বারকলিপি প্রদান ও প্রতিবাদ সভা। বাম শ্রমিক সংগঠন সিটু, এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডাব্লুএ এদিন বিক্ষোভ প্রদর্শন করেছে। কয়েকশো কাজ হারানো কর্মীরা এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ জানানো হয়েছে। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার সহ অন্যান্য বাম নেতারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us