রক্ত দিয়ে সই করে দুর্গাপুরে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
রক্ত দিয়ে সই করে দুর্গাপুরে বিক্ষোভ

হরি ঘোষ, দুর্গাপুরঃ 'বাংলার পুজো'- বোনাস কই? এই দাবি তুলে আইএনটিইউসির (INTUC) নেতৃত্বে ও হিন্দুস্তান স্টিল ওয়ার্কার ইউনিয়নের ডাকে রক্ত দিয়ে সই করে বিক্ষোভ কর্মসূচি পালন করে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীরা। 



দুর্গাপূজোয় বোনাসের দাবিতে এইদিন প্রায় শতাধিক কর্মী দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে নিজেদের রক্ত দিয়ে স্বাক্ষর করে বিক্ষোভ প্রদর্শন করে। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন সেক্রেটারি কনভেনার রানা সরকার, হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি রবিন গাঙ্গুলী, হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট অসীম সাহা-সহ আরো অনেকে।