New Update
/anm-bengali/media/post_banners/s7qHpXyN6KxS6WFX3K9c.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পিএফআইকে নিষিদ্ধ করা নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা অমিত মালব্য। কংগ্রেসকে নিশানা করে তিনি টুইট করেছেন, 'সলমন খুরশিদের মতো কংগ্রেস নেতারা, যারা অতীতে অসম্মানের পথে হেঁটেছেন, এবং SIMI-র মতো উগ্রবাদী সংগঠনকে ব্যর্থভাবে রক্ষা করেছেন, তারা কি এখন নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে কথা বলবেন? কংগ্রেস অতীতে সক্রিয়ভাবে পিএফআইয়ের সাথে সমর্থন ও সহযোগিতা করেছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us