সেবা প্রতিষ্টানে ৫০,০০০ অনুদান! অভিনব শাস্তি হাসপাতালকে

author-image
Harmeet
New Update
সেবা প্রতিষ্টানে ৫০,০০০ অনুদান! অভিনব শাস্তি হাসপাতালকে

নিজস্ব সংবাদদাতাঃ ৫০,০০০ অনুদানের নির্দেশ দেওয়া হয়েছে দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হাসপাতালকে। রোগীর নাম কস্তুরী ঘোষ। রোগীর অভিযোগ, করোনা পরীক্ষা করতে দেরি করে হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট দিতেও অনেক দেরি করা হয়। এমনকি আধার কার্ড না থাকার অজুহাতও ছিল। যদিও রোগীর পরিবারের দাবি, কয়েকদিন আগেই রোগী ওই হাসপাতালে ভর্তি হন, তখন সমস্ত রকম ডকুমেন্টস সেখানে জমা ছিল। এই অভিযোগের ভিত্তিতে ঘোষ পরিবার স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানায়। শুনানির পরে স্বাস্থ্য কমিশন দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালকে, কোনও সেবা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা অনুদানের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ রোগীর পরিবার ক্ষতিপূরণ হিসেবে কোনও আর্থিক সহায়তা চায়নি। ​​