New Update
/anm-bengali/media/post_banners/aqVez3Rwknj7x8uRxURW.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : মায়ের আগমনের সাথে সাথে আগমনী কার্নিভাল দুর্গাপুরে। দুর্গাপুর ক্লাব ঐক্যের পক্ষ থেকে এই কার্নিভালের আয়োজন করা হয়। মহিলাদের ঢাকের তাল আর ছৌ নাচের মধ্যে এ যেন উৎসবের আমেজ। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের কয়েকশো মানুষের সমাগম হয় এই কার্নিভালে।
দুর্গাপুরের ইস্পাত নগরীর লালা রাজপথ রায় স্মরণী থেকে শুরু হয় এই কার্নিভাল। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ও জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনদের পাশাপাশি বহু মানুষের উপস্থিতি ছিল। ইস্পাত নগরী জুড়ে এই কার্নিভাল হওয়ার পর দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদেরর পাশে শেষ হবে। মহালয়া থেকেই সাজোসাজো রব শিল্পাঞ্চল জুড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us