অবৈধ কয়লা পাচারের অভিযোগে ধৃত ২

author-image
Harmeet
New Update
অবৈধ কয়লা পাচারের অভিযোগে ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়াঃ ফের খাদ্য সরবরাহকারী কন্টেনারে অবৈধ কয়লা উদ্ধার। নাকা চেকিংয়ের সময় জামুড়িয়া থানার পুলিশ কন্টেনার ভর্তি গাড়ি আটক করে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।



পুলিশ সূত্রে খবর, গতকাল রাত্রে জামুড়িয়া থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তায় বিজপুর সংলগ্ন এলাকায় নাকা চেকিং হচ্ছিল । সেই নাকা চেকিংয়ের সময় একটা খাদ্য সামগ্রী বহনের গাড়ি দাঁড় করানো হয় এবং চেক করা হয়, এরপর খাদ্য সামগ্রী গাড়ির পেছনের গেট খুলতেই অবাক হয়ে যান নাকা চেকিং করা পুলিশ আধিকারিকর। গেট খুলতে দেখা যায় খাদ্য সামগ্রীর গাড়িতে বস্তায় বোঝাই করা অবৈধ কয়লা। ধৃতদের নাম সুরোজ কুমার দাস, কলকাতার বাসিন্দা। অপরজন জামুড়িয়ার বগড়ার বাসিন্দা তারক মন্ডল। এই দুজনকে গ্রেফতার করে জামুড়িয়া থানার পুলিশ এবং আজ তাদেরকে আসানসোল আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, গাড়িটি হুগলী জেলার তামান্না ফুডস প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের।