/anm-bengali/media/post_banners/GY17WM8TDag2cjJ4QVuQ.jpg)
দুর্গাপুর: দুর্গাপুর শহরে বিনা পারমিটের অটো চলাচলের বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবহণ দফতর । আর তারই প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে মহকুমা শাসকের ভবনের পরিবহন দফতরে বিক্ষোভে শামিল হয় অটো চালকরা । চালকদের দাবি, সরকারের গতিধারা প্রকল্পের আওতায় তারা অটো কিনেছিলেন । তাদের দাবি, দীর্ঘদিন ধরে মহকুমা মোটর ভেহিক্যালস তথা পরিবহন দফতরে রুটের বৈধ পারমিটের জন্য আবেদন জানিয়েছিলেন তারা । তারা জানিয়েছেন , কিন্তু এখনও পর্যন্ত মেলেনি বৈধ পারমিট । অথচ পুজোর মুখেই মোটর ভেহিক্যালস দফতরের এই অভিযানে সমস্যায় পড়েছেন তারা । একদিকে বৈধ পারমিট না মেলায় যত্রতত্র যাতায়াতে যেমন অসুবিধায় পড়তে হয় অটোচালকদের তেমনই আকস্মিক এই অভিযানে মহা বিপদে পড়েছেন অটো চালকেরা বলে অভিযোগ । শুক্রবার দুর্গাপুরের মোটর ভেহিক্যালস দফতরের আধিকারিকেরা বিষয়টি নিয়ে অটো চালকদের সঙ্গে বৈঠকে বসেন ।দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চ্যাটার্জি বিষয়টি নিয়ে জানান, তার কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ জমা পড়েনি এ বিষয়ে। তবে প্রশাসনের তরফ থেকে বিনা পারমিটের রুটে অটো চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এই কথার সত্যতা স্বীকার করে নেন তিনি । খতিয়ে দেখে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us