বন্ধ পাথর খাদান, কর্মহীন কয়েকহাজার মানুষ

author-image
Harmeet
New Update
বন্ধ পাথর খাদান, কর্মহীন কয়েকহাজার মানুষ

হরি ঘোষ:বন্ধ পাথর খাদান, কর্মহীন কয়েকহাজার মানুষ। দ্রুত পাথর খাদান চালুর দাবিতে বুধবার সকালে বন্ধ পাথর খাদানের সামনে আন্দোলনে স্থানীয়রা।দুর্গাপুর নগরনিগমের ১নং ওয়ার্ডের কমলপুর এলাকায় বেশ কিছু বস্তির কয়েকশো পরিবার এখন চরম সংকটে। নুন আনতে পান্তা ফুরায় তাদের। বস্তির দিন দরিদ্র মানুষের কাজ বলতে একমাত্র পাথর খাদান। সেই পাথর খাদান থেকে গ্রেভালস পাথর পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। বোরিং করতে এই পাথর কাজে লাগে বলেও জানা যায়। কাজ হারানো পাথর খাদানের কর্মীদের ও শাসক দলের অভিযোগ স্থানীয় বিজেপি সমর্থিত যুবক সুনীল কিস্কু সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করে। যার জেরে পাথর খাদান পুলিশ বন্ধ করে দেয়। তিনমাস আগে বন্ধ হয়ে যায় এই পাথর খাদান। যার জেরে কাজ হারিয়ে অসহায় অবস্থায় পড়েছে ওয়াশিং প্লট, দাসের বাঁধ, বিএম প্লট সহ বেশ কিছু এলাকার মানুষ। কাজ হারিয়ে এখন দুবেলা অন্ন জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে সেই সব পরিবারগুলিতে। অন্যদিকে শাসক দলের বিরুদ্ধে অবৈধ পাথর খাদান চালানোর জন্যই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন দাবি পশ্চিমবঙ্গ আদিবাসী গাউতার সাধারণ সম্পাদক সুনীল কিস্কু। অবৈধ পাথর খাদান বন্ধ না হলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি । বিরোধীদের অভিযোগ অবৈধভাবে চলছিল পাথর খাদান চলছিল তারই প্রতিবাদ করা হয়েছে। তৃণমূলের নেতারা যুক্ত এই কাজের সাথে বলেও অভিযোগ ।