দুর্গা পুজোর আগে সাধারণ মানুষের পাশে পুলিশ প্রশাসন

author-image
Harmeet
New Update
দুর্গা পুজোর আগে সাধারণ মানুষের পাশে পুলিশ প্রশাসন

হরি ঘোষ, রানীগঞ্জঃ কয়েকদিন পর বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো উদযাপিত হবে। সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, তেমনই দুর্গাপুজোর সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ প্রশাসনও প্রস্তুত রয়েছে। সীতারামজি ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হল। যেখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে সভাটি অনুষ্ঠিত হয়েছিল। এমএমআইসি দিব্যেন্দু ভগত, এসিপি সেন্ট্রাল শ্রীমন্ত ব্যানার্জি, রানীগঞ্জ থানার আইসি সুদীপ্ত দাশগুপ্ত, ফায়ার ব্রিগেড এবং রানীগঞ্জ এলাকার সমস্ত পুজো কমিটির প্রতিনিধিরা, দমকল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। যেখানে শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় জনগণের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন, উৎসবের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি নিজে দুর্গাপূজার সময় রামীগঞ্জ জোনে থাকবেন এবং দুর্গাপূজার সময় যাতে সাধারণ মানুষ কোনো সমস্যায় না পড়েন তা নিশ্চিত করবেন। সাধারণ মানুষ ও পুজো কমিটিকে নির্দেশ দেন এবং দায়িত্ব মনে করিয়ে দিয়ে বলেন যে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন সর্বদা জনগণের সেবা করার জন্য প্রস্তুত। তবে জনগণেরও কিছু দায়িত্ব রয়েছে যা তাদের পালন করা উচিৎ। তিনি বলেছিলেন যে নিয়ম-কানুন যাই হোক না কেন, সেগুলিকে রক্ষা করা উচিত। জনসাধারণের ভালোর জন্য। কিন্তু জনসাধারণ সে সব নিয়ম ভঙ্গ করে বলে জানা গেছে। তিনি পূজা কমিটিগুলোকে সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপনের নির্দেশ দিয়ে বলেন, থিম যাই হোক না কেন, তাতে যেন সামাজিক সংলাপ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।