সাফল্যের মুখ দেখল অ্যালিন কেরিয়ার ইনস্টিটিউট

author-image
Harmeet
New Update
সাফল্যের মুখ দেখল অ্যালিন কেরিয়ার ইনস্টিটিউট

হরি ঘোষ, দুর্গাপুর : শুরুতেই সাফল্য পেল দুর্গাপুরের অ্যালিন কেরিয়ার ইনস্টিটিউট। প্রথম বছরেই অ্যালিন দুর্গাপুরের ছাত্র অভিলাষ ভাদুড়ি সর্বভারতীয় নিট পরীক্ষায় ২৬তম স্থান অর্জন করে সেন্টারের মুখ উজ্জ্বল করল। ২০২১-এ পথ চলা শুরু করে অ্যালিন দুর্গাপুর। ছাত্ররা এক নজরকাড়া দৃষ্টান্ত স্থাপন করল সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে। শুধুমাত্র অভিলাষ নয়, তার সঙ্গে সঙ্গে দুর্গাপুরের দিব্যপ্রসন্ন রানা সর্বভারতীয় পরীক্ষায় ৮১০ ব়্যাঙ্কে রয়েছে। এছাড়াও দুর্গাপুরেরই দেবপ্রিয়া গাঙ্গুলি নিট পরীক্ষায় ১০২৮ তম স্থান অর্জন করেছে ।







এবার সর্বভারতীয় নিট পরীক্ষায় অল ইন্ডিয়া এক নম্বর ব়্যাঙ্ক করেছে আল্যেনের তানিষ্কা। তার প্রাপ্ত স্কোর ৭১৫ । সে অ্যালিন কোটার দু বছরের রেগুলার ক্লাসরুমের স্টুডেন্ট ছিল। এবারের সর্বভারতীয় নিট পরীক্ষায় দুর্গাপুরের ছাত্র অভিলাষ ভাদুড়ি ৭২০ মধ্যে ৭০৫ মার্কস পেয়ে সর্বভারতীয় ছাব্বিশতম স্থান অর্জন করেছে। এই উপলক্ষ্যে আজ দুর্গাপুর অ্যালেনের পক্ষ থেকে সংস্থার ছাত্রছাত্রীদের নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও বিষয়টিকে গুরুত্বসহকারে তুলে ধরা হয় ।এ বিষয়ে সংস্থার দুর্গাপুর শাখার প্রধান দেবাশিস সান্যাল বলেন, কেবলমাত্র নীট নয় আগামী দিনে ইঞ্জিনিয়ারিংয়েও আমাদের সংস্থার ছাত্রছাত্রীরা এমনই দৃষ্টান্তমূলক রেজাল্ট করবে।