তৃণমূলের পথ অবরোধ, ভোগান্তি মানুষের

author-image
Harmeet
New Update
তৃণমূলের পথ অবরোধ, ভোগান্তি মানুষের
হরি ঘোষ, দুর্গাপুর: রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা দেওয়ার ঘটনার বিরুদ্ধে তৃণমূল কর্মীরা ও দুর্গাপুরের আইনজীবিরা পুলিশের উপস্থিতে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। প্রায় কুড়ি মিনিটের অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দু নম্বর জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমানগামী দুটি লেনে। অবরোধে সামিল হয়েছিলেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র দিলীপ অগাস্থি, দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই, দুর্গাপুর প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা- সহ অন্যান্য কাউন্সিলরা। সিপিএমের পঙ্কজ রায় সরকারের বক্তব্য, সিবিআইকে কাজ করতে দেওয়া হোক।