দক্ষিণ কোরিয়ায় আঘাত হেনেছে সুপার টাইফুন 'Hinnamnor'

author-image
Harmeet
New Update
দক্ষিণ কোরিয়ায় আঘাত হেনেছে সুপার টাইফুন 'Hinnamnor'

নিজস্ব প্রতিনিধি-মঙ্গলবার একটি সুপার টাইফুন দক্ষিণ কোরিয়ায় আঘাত হানে, দেশের দক্ষিণাঞ্চলে এই আঘাতে হাজার হাজার ঘরবাড়ি ইতিমধ্যেই বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।









এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার কারণে অন্ততপক্ষে ১৪ জন মারা যাওয়ার কয়েক সপ্তাহ পরে Hinnamnor নামক টাইফুন

প্রভাব ফেলে।শক্তিশালী বাতাস জেজু দ্বীপকে প্রবাহিত করেছে এবং তারপরে সেটি বন্দর শহর বুসানের কাছে মূল ভূখণ্ডে আঘাত করে।