/anm-bengali/media/post_banners/hFBAQnwc0WUvaFbNePD9.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর:অবিলম্বে নির্বাচন আর ব্যাপক দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে দুর্গাপুরে ডিপিএল এমপ্লয়িজ সমবায় সমিতির সামনে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। আন্দোলনকারীরা ঢুকে পড়লো সমবায় সমিতির অফিসের ভেতর।
২০১১ সালে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে নির্বাচনই হয়নি দুর্গাপুর প্রজেক্ট কর্মী সমবায় সমিতিতে,যা হয়েছে সেটা শুধু মনোনয়ন। তৃণমূল পরিচালিত এই সমবায় সমিতির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি আর অবিলম্বে নির্বাচন করার দাবি জানিয়ে সোমবার আচমকা বিজেপি কর্মী সমর্থকরা ডিপিএল এমপ্লয়িজ সমবায় সমিতির ভেতর ঢুকে পড়ে বিক্ষোভ শুরু করে দেয়,তুমুল বিক্ষোভ চলে সমবায় সমিতির অফিসের বাইরেও।
দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সমবায় সমিতির আধিকারিক। এইদিকে বিজেপির এই বিক্ষোভকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। তিন নম্বর ব্লক সভাপতি শিপুল সাহার পাল্টা অভিযোগ, হেরে গিয়ে বিজেপি কোনো কাজ না থাকায় এসব করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us