নিজস্ব সংবাদদাতা:মহালয়ার আগের দিন উদ্বোধন হতে পারে টালা ব্রিজের। ২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ। ১২ সেপ্টেম্বরের বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত। পুলিশ-পিডব্লুডির বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার জেরুজালেমের একটি মসজিদে ইসরায়েলি পুলিশ প্রবেশ করে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। ফলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। জেরুজালেমের আল-আকসা মসজিদে এই ঘটনা ঘটেছে।
নিজস্ব সংবাদদাতা: বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে জেরুজালেমে। ইসরায়েলি পুলিশ বুধবার ভোরে রমজানের নামাজের সময় জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করে। তারপরেই শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। এছাড়াও রকেট ফায়ার শুরু করা হয় ইসরায়েললি পুলিশের তরফে। যার ফলে এবার এই বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে হোয়াইট হাউস।