New Update
/anm-bengali/media/post_banners/SRABXGgI9JozyQPNS8J7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ CBI, ED, IT-র অভিযান নিয়ে এবার ময়দানে নামলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বিভিন্ন জায়গায় সিবিআই হানার পর বিজেপিকে কটাক্ষ করে বিহারের উপ-মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব বুধবার বলেন, কেন্দ্রের ক্ষমতাসীন দল যে রাজ্যগুলিতে বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে এগিয়ে রাখে যেখানে তাদের প্রান্ত নেই। বিজেপিকে ব্যঙ্গ করে তেজস্বী সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং আয়কর বিভাগকে (আইটি) কেন্দ্রের শাসক দলের তিনটি "জামাই" (জামাই) বলে অভিহিত করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us