ইঞ্জিনিয়ারের বাড়িতে চুরি লক্ষাধিক টাকার সোনার গহনা

author-image
Harmeet
New Update
ইঞ্জিনিয়ারের বাড়িতে চুরি  লক্ষাধিক টাকার সোনার গহনা

হরি ঘোষ, অন্ডাল : এডিডিএ সংস্থার সহকারী ইঞ্জিনিয়ারের তালা বন্ধ বাড়িতে চুরি লক্ষাধিক টাকার সোনার গহনা। উখড়া গ্রামের সন্ন্যাসী কালীতলার বাসিন্দা সত্যজিত মুখার্জি। পেশায় এডিডিএ সংস্থার সহকারী ইঞ্জিনিয়ার । কর্মসূত্রে তিনি থাকেন দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন সংস্থার আবাসনে। তার উখরার পৈতৃক দোতলা বাড়ির নিচের তলায় ভাড়া থাকেন বেসরকারি সংস্থার এক কর্মী ও তার পরিবার ।



সত্যজিৎ বাবু জানান, তার বাড়ির পাশেই রয়েছে দাদার বাড়ি। বৃহস্পতিবার সকালে দাদা ফোন করে চুরির কথা জানায় । বাড়ি ফিরে দেখেন সদর দরজার তালা ভাঙা । দু'দিন আগে ভাড়াটিয়া এক আত্মীয়র মৃত্যুর সংবাদ পেয়ে নিজের বাড়ি চলে যান । বাড়ি ছিল সম্পূর্ণ ফাঁকা । নিচের ও উপর তলায় সবকটি ঘরেরই দরজার তালা ভাঙা ছিল । আলমারি সহ অন্যান্য জিনিস তছনছ করে দুষ্কৃতীরা । সত্যজিৎ বাবু দাবি করেন, আলমারির মধ্যে থাকা প্রায় ৩০০ গ্রাম সোনার গহনা ( যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা )সব নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা । এছাড়াও একটি এলইডি টিভি সহ আরো বেশ কিছু সামগ্রী খোয়া গিয়েছে । ভাড়াটিয়ার ঘরে থাকা একটি ল্যাপটপ ও সামান্য কিছু সোনার গহনা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা, দাবি করেন সত্যজিৎ বাবু । খবর পেয়ে সকালে ঘটনাস্থলে আসে উখড়া ফাঁড়ির পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে।