New Update
/anm-bengali/media/post_banners/4S5UtsM3j4VmpuDs5xSd.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর: চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল চোর। তারপর স্থানীয়রা গণধোলাই দিয়ে মাথার একাংশ কামিয়ে টেলিফোনের খুঁটিতে বেঁধে রাখলেন। মন্টু সাউ দুর্গাপুর সিনেমা হল রোডের বাসিন্দা।
​
গাড়ির পার্টস থেকে শুরু করে সাইকেল চুরিতে পটু বলে অভিযোগ। এলাকায় সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। ধরা পড়ার পর টেলিফোন পোলে বেঁধে রাখা হয় তাকে। পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us