নিজস্ব সংবাদদাতাঃ ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারকে সফল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল পিকচারের জায়গায় জাতীয় পতাকার ছবি লাগানোর আবেদন জানিয়েছিলেন। সেই মতো কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সাংসদরা নিজেদের প্রোফাইল পিকচার বদলান। এমনকি জাতীয় পতাকা হাতে জওহরলাল নেহরুর ছবি নিজেদের প্রোফাইল পিকচার বানিয়েছেন কংগ্রেস নেতারাও। তবে বিজেপির ‘পথ প্রদর্শক’ আরএসএস নিজেদের প্রোফাইল পিকচার না বদলানোয় বিতর্ক শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত স্বাধীনতা দিবসের দুই দিন আগে প্রোফাইল পিকচারে জাতীয় পাতাকা লাগাল আরএসএস।
এদিকে আরএসএস-এর অফিশিয়াল অ্যাকাউন্টের পাশাপাশি ডিসপ্লে পিকচার পাল্টালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তিনিও জাতীয় পতাকাকে নিজের ‘ডিপি’ বানিয়েছেন। পাশাপাশি, শনিবার আরএসএসের পক্ষ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। ভিডিয়োতে সংঘের তরফে সবাইকে আজাদি কা অমৃত মহোৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।