গরু চরাতে গিয়ে বোমার আঘাতে জখম ঝন্টু

author-image
Harmeet
New Update
গরু চরাতে গিয়ে বোমার আঘাতে জখম ঝন্টু

হরি ঘোষ, দুর্গাপুরঃ রবিবার জামুরিয়া দু'নম্বর ব্লকের ফড়ফড়ি গ্রামে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ঘটনায় হয় বোমাবাজি, বোমার আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। যাদের আজ দুর্গাপুর আদালতের তোলা হয়েছে। এরই মধ্যে সোমবার বিকালে মাঠে গরু চরাতে গিয়ে বোমার আঘাতে দুটো হাতের আঙুল উড়ল এক সাধারণ ব্যক্তির। নাম ঝন্টু মন্ডল। গুরুতর আহত অবস্থায় ঝন্টু মন্ডলকে বাহাদুরপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 

এদিকে প্রশ্ন তুলছেন গ্রামের মানুষের একাংশ। ঝন্টু মণ্ডলের ভাই নীল্টু মন্ডল অভিযোগ করেন, গতকালের ঝামেলার পর কে কোথায় বোমা রেখেছে গ্রামের মানুষ তা জানবে কি করে? পুলিশ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, দাদা মাঠে গরু চরাতে গিয়ে হঠাৎ বোমা ফেটে যায়। যার ফলে তার দাদা ঝন্টু মন্ডলের দু'টো হাতের চেটো থেকে আঙুল গুরুতর জখম হয়। তিনি বলেন, তারা একেবারে সাধারণ মানুষ, কোনো রকম রাজনীতিতে নেই। এই ঘটনার পর গ্রামের মানুষ বাড়ির বাইরে মাঠে-ঘাটে যেতেই ভয় পাচ্ছে বলে জানান তিনি।​