হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরে বেসরকারি ইস্পাত কারখানা এস.আর.এম.বি-র গেটের সামনে পরিবার নিয়ে বিক্ষোভ ৫ জন বহিষ্কৃত শ্রমিকদের।প্রায় তিন বছর আগে কারখানায় একটি গন্ডগোলের জেরে ১৬ জনকে বহিষ্কার করে কারখানার কর্তৃপক্ষ। এদের মধ্যে ১১ জন অন্যত্র কাজে যোগদান করে। কিন্তু ৫ জনের দীর্ঘ টালবাহানার পরেও মেলেনি পুনরায় চাকরি।
তৃণমূলের শ্রমিক সংগঠনকে জানালেও আশ্বাস মেলে কিন্তু চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না। সোমবার পরিবার নিয়ে গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় বহিষ্কৃত শ্রমিকেরা। ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ।বিক্ষোভকারীদের কোকওভেন থানায় নিয়ে গিয়ে আলোচনা করার কথা বললে পুলিশি আশ্বাসে বিক্ষোভ উঠে যায়৷