New Update
/anm-bengali/media/post_banners/9Jnm1afdlroR5Uy2GNtv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কুম্ভ রাশি- শিক্ষা সংক্রান্ত ও গবেষণামূলক কাজে ভালো ফল মিলবে। মানসিক শান্তি থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। শিক্ষা সংক্রান্ত কাজে সুখকর ফল পাবেন। চাকরিতে কাজের ক্ষেত্র বাড়বে। কথাবার্তায় কঠোরতা থাকতে পারে।
​
মীন রাশি- অকারণে রেগে যাবেন না। কথাবার্তার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বন্ধুর সহযোগিতায় চাকরির সুযোগ মিলতে পারে। মুনাফা বেশি হবে। পরিবারে মনমালিন্য হতে পারে। শিল্প ও সংগীতের প্রতি আগ্রহ থাকবে। মন প্রসন্ন থাকবে। সন্তানদের থেকে সুখবর মিলবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। আয় বাড়বে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us