জেনে নিন আজ কেমন যাবে ধনু এবং মকর রাশির

author-image
Harmeet
New Update
জেনে নিন আজ কেমন যাবে ধনু এবং মকর রাশির

নিজস্ব সংবাদদাতাঃ ধনু রাশি- ব্যবসার বহর বাড়বে। বিদেশে ঘুরতে যাবেন। পরিবারের সমর্থন পাবেন। আয় বাড়বে। নেতিবাচক মনোভাব থাকতে পারে। মেজাজ বিগড়ে থাকবে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঝামেলা হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। আটকে থাকা কাজ পূর্ণ হবে।  

        

মকর রাশি- শিক্ষামূলক কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। মান-সম্মান বাড়বে। ভ্রমণের কারণে ব্যয় বাড়তে পারে। হতাশা থাকবে। শিক্ষা সংক্রান্ত কাজে সুখকর ফলাফল হবে। মেজাজ খিটখিটে থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আয় বাড়বে। সন্তানদের থেকে ভালো খবর পাবেন।