জেনে নিন ধনু এবং মকরের রাশিফল

author-image
Harmeet
New Update
জেনে নিন ধনু এবং মকরের রাশিফল

নিজস্ব সংবাদদাতাঃ ধনু রাশি- ধৈর্যের অভাব হবে। পরিবারে ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। মিষ্টিজাতীয় খাবারের প্রতি আগ্রহ বাড়বে। বাবা এবং মায়ের সহযোগিতা মিলবে। চাকরিতে বাড়তি কোনও দায়িত্ব মিলতে পারে। মন প্রসন্ন থাকবে। কথাবার্তার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে। কথাবার্তায় মাধুর্যের অভাব হতে পারে। কাজের চাপ বেশি থাকবে। শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য মিলবে। মনের মতো ফল পাবেন।

             

মকর রাশি- নেতিবাচক চিন্তায় বিচলিত থাকবেন। স্ত্রী'র স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। শিক্ষা সংক্রান্ত কাজ থেকে আয় বাড়বে। পরিবারের সহযোগিতা মিলবে। সন্তানের থেকে শুভ খবর পাবেন। বেশি রেগে যাবেন না। কথাবার্তার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ব্যবসার ক্ষেত্রে বন্ধুর সহযোগিতা মিলবে। জীবনে সাফল্যের ক্ষেত্রে নয়া সুযোগ মিলবে।