New Update
/anm-bengali/media/post_banners/F0wnu3RcJABp1ny66NkQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ধনু রাশি- মন প্রসন্ন থাকবে। আত্মসংযমী থাকতে হবে। পারিবারিক জীবন সুখকর হবে। বন্ধুর সহযোগিতায় আয় বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। মায়ের থেকে ধনপ্রাপ্তির যোগ আছে। কথাবার্তায় মাধুর্য থাকবে। পরিবারে মান-সম্মান বাড়বে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন।
​
মকর রাশি- আত্মবিশ্বাস বাড়বে। তা সত্ত্বেও মনে নেতিবাচক চিন্তাভাবনা থাকতে পারে। স্ত্রী'র স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। মায়ের সহযোগিতা মিলবে। পরিবারে কোনও শুভ কাজের পরিকল্পনা হবে। চাকরিতে সিনিয়রদের সঙ্গে মতানৈক্য হবে। চাকরি পরিবর্তনের সম্ভাবনাও আছে। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য খরচ বাড়বে। সম্পর্কে মাধুর্য থাকবে। বন্ধুদের সঙ্গে দেখা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us