মহন্ত অস্থল মঠে অভিষেক হল নতুন মহারাজের

author-image
Harmeet
New Update
মহন্ত অস্থল মঠে অভিষেক হল নতুন মহারাজের

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল : আনুমানিক প্রায় ৩০০ বছরের প্রাচীন উখরার মহন্ত অস্থল মঠ। কথিত রয়েছে,  বৈষ্ণব সম্প্রদায়ের এক ধর্মগুরু এই মঠের সূচনা করেন। উখরার এই মোহন্ত অস্থল মঠ বিশেষত রাধাগোবিন্দের মন্দির। প্রাচীন রীতিনীতি মেনে আজও এই উখরা মহন্ত স্থল মঠ স্বগৌরবে, স্বমহিমায় বিরাজমান। এখানে দুই বেলা হয় নরনারায়ণ সেবা । দুই বেলাই হয় রাধা গোবিন্দর ভোগ। এই মঠে যে কোনও ব্যক্তি এসে ঠাকুরের অন্য ভোগ গ্রহণ করতে পারেন। প্রয়োজনে এখানে রাত্রি বাস করারও ব্যবস্থা রয়েছে । বহু দূরান্ত থেকে সাধু-সন্তের ঝুলন পূর্ণিমার সময় এই মঠে এসে হাজির হন।





 সদ্য প্রয়াত হয়েছেন প্রাচীন উখরার মহন্ত অস্থল মঠের দ্বাদশতম মহারাজ কমলাকান্ত স্মরণদেব মহারাজ । তাই সোমবার  ধর্মীয় রীতি রেওয়াজ মেনেই অভিষেক হল নতুন মহারাজের । এই উপলক্ষে এদিন মাঠে সারাদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয় । অভিষেক হয় নারায়ণ স্মরণদেব মহারাজের। প্রায় ২৮০ বছরের পুরনো উখরা মহন্ত অস্থল মঠে দীর্ঘদিন এই দায়িত্ব সামলেছেন সদ্য প্রয়াত কমলাকান্ত স্মরণদেব মহন্ত মহারাজ । তার প্রয়াণের পর এদিন ১৩ তম মহন্ত হিসাবে দায়িত্ব নেন নারায়ন স্মরণদেব মহারাজ । অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য মঠের সাধুসন্ত ও অসংখ্য ভক্তরা ।