New Update
/anm-bengali/media/post_banners/4IoooloO3a7SwJZywtwo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি রোজকার একঘেয়ে জীবনের ফলে বিরক্ত অনুভব করছেন? চাইছেন কোথাও থেকে ঘুরে আসতে? কিন্তু বাজেট নিয়ে চিন্তিত? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।
একদিনের ভ্রমণের জন্য কাছাকাছির সেরা স্থানগুলির মধ্যে অন্যতম পূর্বস্থলির পাখিরালয়। পাখি ভালবাসেন যারা তাদের জন্য সেরা স্থান এটি।
এছাড়াও আপনি এখানে দীর্ঘক্ষণ যাবৎ নৌকাবিহার করতে পারবেন। নৌকাবিহার বাদ দিয়ে এখান থেকে আপনি মাত্র ১৫০ থেকে ২০০ টাকার মধ্যেই ভ্রমণ করে বাড়ি ফিরতে পারবেন।
যাত্রাপথ- শিয়ালদহ বা হাওড়া থেকে কাটোয়াগামী লোকাল ট্রেন ধরে পূর্বস্থলি স্টেশনে নেবে টোটো করে পৌঁছে যেতে পারবেন এই স্থানে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us