New Update
/anm-bengali/media/post_banners/jZbVFBZT3f1vpIqfiP15.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মিথুন রাশি- ধৈর্য ধরুন। বেশি রেগে যাবেন না। চাকরির ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারেন। কাজ বাড়বে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। অজানা ভয়ে বিব্রত থাকবেন। মনে শান্তি থাকবে। কথোপকথনে ধৈর্য ধরুন। কথাবার্তায় কঠোরতার প্রভাব থাকবে। আয় কমে যাবে। পরিবারের সমর্থন পাবেন।
​
কর্কট রাশি- মন প্রসন্ন থাকবে। শিল্প বা সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। শত্রুদের পরাজিত করবেন। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। ধৈর্যের অভাব হবে। মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সন্তানের তরফে সুখবর পাবেন। শিক্ষা সংক্রান্ত কাজে বাধা আসতে পারে।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us