দুর্গাপুরে পালিত হল হুল দিবস

author-image
Harmeet
New Update
দুর্গাপুরে পালিত হল হুল দিবস

হরি ঘোষ, দুর্গাপুর:  ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি উল্লেখযোগ্য দিন হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস। প্রতিবছর ৩০শে জুন পালিত হয় এই দিনটি। । ১৮৫৫ সালে সিধু-কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুল এর সূচনা হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়। এটিই ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সঙ্ঘবদ্ধ আন্দোলন। এই আন্দোলনের ফলাফল হিসেবে ইংরেজ সিপাহিদের গুলিতে প্রাণ হারান সিধু। কানুকে ফাঁসি দেওয়া হয়। তাঁদের স্মরন করতেই প্রতিবছর এই দিনে পালিত হয় 'হুল দিবস'।

 বৃহস্পতিবার দুর্গাপুর স্টেশন সংলগ্ন জেলা পরিষদের পক্ষ থেকে ১৬৮ তম হুল্ দিবস পালন করা হয় , সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে সমগ্র প্রোগ্রামটি শুরু হয় ,আদিবাসী মা ,ভাই, বোনদের ধামসা মাদল মাধ্যমে অতিথিদেরকে মঞ্চে নিয়ে আসা হয় এই মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি সুভদ্রা বাউরী , সহ-সভাপতি সমীর বিশ্বাস, প্রাক্তন জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরী , কর্মদক্ষ চুমকি মুখার্জি, 4 নাম্বার বোর চেয়ারম্যান সুনীল চ্যাটার্জী, 41 নাম্বার ওয়ার্ডের সিপুল সাহা এছাড়াও আরো অনেকে । বিশিষ্ট অতিথিরা এই হুল দিবস কেন পালন করা হচ্ছে ছোট্ট বক্তব্যের মধ্য দিয়ে জানানো হয়।