জেনে নিন আজ কেমন কাটবে মকর রাশির

author-image
Harmeet
New Update
জেনে নিন আজ কেমন কাটবে মকর রাশির

নিজস্ব সংবাদদাতাঃ মকর রাশিও গণপতি জির খুব প্রিয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব। শনি গ্রহকে ন্যায়ের দেবতা হিসাবে বিবেচনা করা হয়। এই রাশির মানুষদের পরিশ্রমী মনে করা হয়। তাদের সবকিছু করার ক্ষমতা আছে। এই রাশির জাতক-জাতিকারা তাদের বুদ্ধিমত্তার জোরে অর্থ উপার্জনে সফল হয়। 

                                

বুধবার ভগবান গণেশকে হলুদ লাড্ডু অর্পণ করুন। এমনটা করলে মনের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়।