/anm-bengali/media/post_banners/eJOK93oOLQgYSEChIOyA.jpg)
হরি ঘোষঃ বাম আমলে দুই নম্বর জাতীয় সড়ক থেকে ডিভিসি মোড় হয়ে দুর্গাপুর শহরে ঢোকার মুখে প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ১৯ একর জমি রীতিমতো জঙ্গলে পরিপূর্ণ হয়েছিল। এলাকায় বস্তি গড়ে ওঠায় সেই জঙ্গলে শুরু হয় শুয়োরের চাষ। শহরে ঢোকার মুখে এরকম নোংরা জায়গা নিয়ে শহরবাসীর মধ্যে নানা অভিযোগ ছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বারবার এই জঙ্গলাকীর্ণ জায়গা নিয়ে নানান বৈঠক হয়েছে। কিন্তু যথাযথ কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। তবে এর মধ্যেই এই জমির অপর দিকে গড়ে ওঠে মুখ্যমন্ত্রীর থাকার সার্কিট হাউস, গড়ে ওঠে মহকুমা শাসকের বাংলো এবং গড়ে ওঠে মহকুমা প্রশাসনের নানান কার্যালয়ের ভবন। এর পরেই টনক নড়ে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের। একদিকে ঝাঁ-চকচকে সার্কিট হাউস সহ অন্যান্য সরকারি অফিস ও এসডিও বাংলা অন্যদিকে এই ১৯ একর জঙ্গলাকীর্ণ জায়গা এবং অবাধে শুয়োরের বিচরণভূমি। তাই শেষ পর্যন্ত আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সিদ্ধান্ত নেয় এখানে পার্ক গড়ে তোলার। শুনুন এই বিষয়ে উদ্যোগীর বক্তব্য-
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us