জেনে নিন বৃশ্চিক এবং ধনুর রাশিফল

author-image
Harmeet
New Update
জেনে নিন বৃশ্চিক এবং ধনুর রাশিফল

নিজস্ব সংবাদদাতাঃ বৃশ্চিকঃ আজকের দিনটা বৃশ্চিক রাশির জাতকদের জন্য মোটের উপর ভালোই কাটবে। সারাদিনে ভালো খবর পেতে পারেন। হয়তো অচেনা কোনও জায়গা থেকে ভালো খবর পেতে পারেন। ওষুধপত্রের জন্য সামান্য খরচ বাড়তে পারে। চারপাশের মানুষের থেকে নানা বিষয়ে সাহায্য পেতে পারেন। তবে বাবা-মা বা বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের বিষয়ে নজর দেবেন। কর্মক্ষেত্র বা পেশার জগতে বৃশ্চিক রাশির জাতকদের উপকার হতে পারে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের আয় কিছুটা বাড়তে পারে। তবে মনে রাখবেন, বিনিয়োগের বিষয়ে সাবধান হতে হবে। না হলে সমস্যায় পড়তে পারেন।

                              

ধনুঃ  আজকের দিনটি একটু সাবধানে থাকবেন। আজ নানা কারণে রাগ বাড়তে পারে। ক্রোধ বৃদ্ধির কারণে মানসিক শান্তির অভাব হবে। আজ পরিবারে ধর্মীয় কাজ করতে পারেন। তাতে মানসিক শান্তি আসবে। আজ নতুন চাকরির খবর আসতে পারে। তবে বাড়তি কাজের দায়িত্ব এসে যাওয়ার আশঙ্কাও আছে।