জেনে নিন মকর-কুম্ভ-মীনের দৈনিক রাশিফল

author-image
Harmeet
New Update
জেনে নিন মকর-কুম্ভ-মীনের দৈনিক রাশিফল

নিজস্ব সংবাদদাতাঃ মকরঃ পারিবারিক দিক থেকে শুক্রবার দারুণ কাটবে। দুর্দান্ত কোনও খবর পাবেন মকর রাশির জাতকরা। ভ্রমণের দিক থেকে আজকের দিনটা ভালো নয়। আজকের দিনটা আর্থিক দিক থেকে ভালো কাটবে। ভেবেচিন্তে খরচ করতে হবে মকর রাশির জাতকদের। বিনিয়োগ করলে ভবিষ্য়তে লাভবান হবেন। কেরিয়ারের দিক থেকে দিনটা মোটামুটি কাটবে। তবে নয়া কোনও সুযোগ আসতে পারে। সহকর্মীদের থেকে সতর্ক থাকতে হবে।

                                

কুম্ভঃ  স্বাস্থ্য, অর্থ এবং অন্যান্য ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। যদি কোনও সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করেন, তাহলে আজ এগিয়ে চলুন। আর্থিক দিক থেকে আজ খুব ভালো দিন। বড়সড় কোনও বিনিয়োগ করতে পারেন। সঞ্চয় বাডবে। কেরিয়ারের দিক থেকে সময় মোটামুটি থাকবে। বড় সিদ্ধান্ত নিতে হলে খুব ভেবেচিন্তে নিতে হবে। সহকর্মীরা ঝামেলা পাকাতে পারেন। নেতিবাচক প্রভাব থাকবে। তবে দিনের শেষে ইতিবাচক কোনও খবর পাবেন। তার ফলে ভবিষ্যতে উন্নতির পথ প্রশস্ত হবে।

                                                      


মীনঃ আজকের দিনটা মীন রাশির জাতকদের জন্য গড়পড়তা হবে। আর্থিক দিক থেকে দিনটা চিন্তাজনক হবে। খরচ বাড়বে। শেয়ার বাজারে টাকা রাখতে পারেন। যে মীন রাশির জাতকরা কর্মক্ষেত্রের বহর বাড়াতে চাইছেন, তাঁদের আরও কিছুটা সময়  অপেক্ষা করতে হবে। আজকের দিনে তাঁদের লক্ষ্যপূরণ হওয়ার সম্ভাবনা কম। চাকরির ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন। তবে সহকর্মীদের সহায়তায় পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন মীন রাশির জাতকরা।