New Update
/anm-bengali/media/post_banners/GgZcecNm6jMbS1g3W22f.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মকরঃ পারিবারিক দিক থেকে শুক্রবার দারুণ কাটবে। দুর্দান্ত কোনও খবর পাবেন মকর রাশির জাতকরা। ভ্রমণের দিক থেকে আজকের দিনটা ভালো নয়। আজকের দিনটা আর্থিক দিক থেকে ভালো কাটবে। ভেবেচিন্তে খরচ করতে হবে মকর রাশির জাতকদের। বিনিয়োগ করলে ভবিষ্য়তে লাভবান হবেন। কেরিয়ারের দিক থেকে দিনটা মোটামুটি কাটবে। তবে নয়া কোনও সুযোগ আসতে পারে। সহকর্মীদের থেকে সতর্ক থাকতে হবে।
কুম্ভঃ স্বাস্থ্য, অর্থ এবং অন্যান্য ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। যদি কোনও সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করেন, তাহলে আজ এগিয়ে চলুন। আর্থিক দিক থেকে আজ খুব ভালো দিন। বড়সড় কোনও বিনিয়োগ করতে পারেন। সঞ্চয় বাডবে। কেরিয়ারের দিক থেকে সময় মোটামুটি থাকবে। বড় সিদ্ধান্ত নিতে হলে খুব ভেবেচিন্তে নিতে হবে। সহকর্মীরা ঝামেলা পাকাতে পারেন। নেতিবাচক প্রভাব থাকবে। তবে দিনের শেষে ইতিবাচক কোনও খবর পাবেন। তার ফলে ভবিষ্যতে উন্নতির পথ প্রশস্ত হবে।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us