New Update
/anm-bengali/media/post_banners/KUz4gHezhXjy1jxewZmX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিংহঃ আর্থিক দিক থেকে উত্থান-পতন হতে পারে। আপনি যতটা আশাপ্রকাশ করেছিলেন, সেই নিরিখে মুনাফা আসবে না। শৌখিন দ্রব্যের প্রতি আকর্ষণ থাকবে। জরুরি পরিস্থিতির কথা ভেবে অর্থ সঞ্চয় করতে হবে সিংহ রাশির জাতকদের।আজ আপনার স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। ঠিকভাবে ডায়েট চার্ট মেনে চললে শারীরিক অবস্থা ভালো থাকবে। ব্যায়াম করতে হবে। ঠিকমতো জল খেতে হবে সিংহ রাশির জাতকদের।
​
কন্যাঃ পেশাদারি ক্ষেত্রে নয়া শিখরে পৌঁছাবেন। নিজের লক্ষ্য পূরণের জন্য আরও জোর দেবেন। বাড়তি উদ্যম থাকবে। আর্থিক দিক থেকে ভালো দিন। যে উৎস থেকে অর্থ উপার্জন হয়, তা থেকে আরও টাকা আসবে। সেই সঙ্গে উপার্জনের নয়া দিগন্ত উন্মোচিত হতে পারে। যে কন্যা রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁরা মুনাফা লাভ করবেন। ব্যবসায় মিলবে সাফল্য। স্বাস্থ্যের দিক থেকে আপনার দিন ভালো কাটবে। ফিট থাকবেন। শরীর ভালো থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us