New Update
/anm-bengali/media/post_banners/FfwFZMDCbL2VYGnQcTSo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মিথুন রাশিঃ পেশাদারি ক্ষেত্রে একঘেয়েমিতে ভুগবেন। তার জেরে কাজের প্রতি মনোযোগ হারাবেন।কেরিয়ারের গ্রাফ নিম্নমুখী হতে পারে। চাকরি বাঁচাতে চাইলে বাড়তি উদ্যমী হতে হবে। উদ্যমের অভাব হলে বিপদে পড়বেন। স্বাস্থ্যের দিক থেকে ভালো কাটবে। খেলাধুলো করতে পারেন। তার জেরে স্বাস্থ্য ভালো থাকবে। যোগ করতে পারেন, তাহলে শারীরিক অবস্থার উন্নতি হবে মিথুন রাশির জাতকদের।
​
কর্কটঃ আর্থিক দিক থেকে কর্কট রাশির জাতকদের সময় ভালো কাটবে। স্থাবর সম্পত্তি থেকে লাভবান হবেন। পুরনো ধার-দেনা পরিশোধ করে দিতে পারবেন। সঞ্চিত অর্থ দিয়ে বিনিয়োগ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতকদের দিনটা মোটামুটি কাটবে। মানসিক দিক থেকে শান্তিতে থাকবেন কর্কট রাশির জাতকরা।
​
বৃশ্চিকঃ চাকরির ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। বেতন বাড়তে পারে। যারা নয়া চাকরির সন্ধানে আছেন, তারা চাকরি পেয়ে যেতে পারেন। আর্থিক দিক থেকে দিনটা মোটামুটি কাটবে। অর্থ উপার্জনের নয়া সুযোগ মিলবে। কাউকে ধার দেবেন না। গুরুতর কোনও শারীরিক অসুস্থতা থেকে মুক্তি মিলবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us