​নিজস্ব সংবাদদাতাঃ হলুদ হল আশাবাদী ও উজ্জ্বল রং। প্রফুল্লতা বজায় থাকে হলুদ রঙে। মানসিক দৃঢ়তা বজায় থাকবে। আপনার সৃজনশীলতা, স্পষ্ট ভাবনাকে আরও সুন্দর করে তুলবে এই রং। মন খারাপ ভোলাতে এবং আপনার ঠোঁটে হাসি ফিরিয়ে আনতে এই রঙের ভূমিকা অনেক বেশি। তাই মন খারাপ থাকলেই হলুদ পোশাককিন্তু আপনাকে পরতেই হবে।